হটনিউজ ডেস্ক:
বাড়ির আঙিনায় খেলা করার সময় দুই শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের সৌদি প্রবাসী রুবেল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩) পিয়াস মিয়ার ছেলে আহাদ (৩)। শিশু দুইটি সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির আঙিনায় শিশু দুইটি খেলা করছিল। খেলতে খেলতে স্বজনদের অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির লোকজন শিশু দুটিকে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।