সকল মেনু

মায়ের মৃত্যুর ৫ মিনিট পর মেয়েও না ফেরার দেশে

হটনিউজ ডেস্ক:

মায়ের মৃত্যুর পাঁচ মিনিট পর শোকাহত মেয়েও মারা গেছেন। রোববার নাটোরের তেবাড়িয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মেয়ের নাম জাইমা বেগম (৩৭)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার টিউবওয়েল মিস্ত্রি আব্দুল করিমের স্ত্রী। অপরদিকে মায়ের নাম শিরজান বেগম। তিনি নাটোর সদরের তেবাড়িয়া মধ্যপাড়ার হাতেম আলী প্রামাণিকের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মা শিরজানকে দেখতে গিয়ে গত দু’দিন থেকে বাবার বাড়ি তেবাড়িয়ায় ছিলেন গৃহবধূ জাইমা বেগম। সেখানে রোববার সকাল ১০টার দিকে অসুস্থ মায়ের মৃত্যু হয়। এর পাঁচ মিনিট পর মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মেয়ে জাইমা বেগমও স্ট্রোক করে মারা যান। মা-মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরে বিকালে তেবাড়িয়ায় মা ও মেয়ের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মায়ের দাফন করা হয়। অন্যদিকে সন্ধ্যায় মেয়ের মরদেহ বাগাতিপাড়ায় স্বামীর বাড়ি পেড়াবাড়িয়ায় আনা হয়। মাগরিবের পর পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পেড়াবাড়িয়া গোরস্থানে জাইমা বেগমকে দাফন করা হয়।

বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top