সকল মেনু

মাঠপর্যায়ে পুলিশের বড় ধরনের পদোন্নতি

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। সংস্থাটির ৫৫ জন পরিদর্শক (নিরস্ত্র) বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এবারে পদোন্নতিপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ওসি এবং সমপদমর্যাদায় কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হলো। একই সঙ্গে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top