হটনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলার পাইনাদী সিআইখোলা এলাকায় ভাড়া বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকার শাহাদাত হোসেনের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বাসার মালিক শাহাদাত হোসেন বলেন, গত ১ আগস্ট আমার বাসায় স্বামী-স্ত্রী ওঠেন। আজ শনিবার বিকেলে বাসার অন্য ভাড়াটিয়ারা বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। পরে বিষয়টি আমি পুলিশকে জানাই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আজ শনিবার বিকেলে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। রুমের ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা।
তিনি আরও বলেন, এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।