সকল মেনু

বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ ভাই-বোনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে বিলের মধ্যে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লামিম (১২), রবিউল হাসান (১৬) ও সানজিদা (৯)। সম্পর্কে তারা ভাই-বোন।

জানা গেছে, আজ শনিবার দুপুর ১টার দিকে রবিউল, সানজিদা ও লামিমসহ ৪ শিশু বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। পরে দুপুর দেড়টার দিকে বজ্রপাতে ওই ৪ শিশু আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে এখনও একজন বেঁচে আছেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস বলেন, এ ঘটনার পর হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, এ খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top