সকল মেনু

চলতি বছরেই বঙ্গবন্ধু টানেল চালু হবে : সেতুমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণ করা বঙ্গবন্ধু টানেল চলতি বছরেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি টিউব নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কালনার মধুমতি সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ মাসেই। এটি উদ্বোধন করা হবে অক্টোবরে, প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন, তখনই এটার উদ্বোধন হবে।

মেট্রোরেলের ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে।

এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো লাইন চালু হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top