সকল মেনু

কঙ্গোয় উদ্বোধনের সময় অতিথিদের নিয়ে ভেঙে পড়ল সেতু

হটনিউজ ডেস্ক:

উদ্বোধনের আগেই অতিথিদের নিয়ে একটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটলো মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সেতুটি উদ্বোধনের জন্য কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটার আগ মুহূর্তেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

জানা গেছে, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। সেই সেতু উদ্বোধনের কার্যক্রম হিসেবে ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই সবাইকে নিয়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

এদিকে, উদ্বোধনের সময় সেতুটি ভেঙে পড়ার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেতুটি ভেঙে পড়ার এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সাথে সাথেই ভুক্তভোগীদের উদ্ধার করেন। সূত্র : এনডিটিভি ও আল-জাজিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top