সকল মেনু

এলপিজির দাম বাড়ল

হটনিউজ ডেস্ক:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন দামে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়েছে। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা। যা আজ দুপুর ২টা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকোর নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজির মূল্য ১০২ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসে প্রতিকেজি এলপিজির দাম ছিল ১০১ টাকা ৬২ পয়সা এবং জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা।

গত ২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমায়। ওই সময় ৩৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top