হটনিউজ ডেস্ক:
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে আট জন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।
আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি জালালাবাদ শহরের কাছে আঘাত হানে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার নিউজ এজেন্সিকে বলেন, ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: আল আরাবিয়া
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।