সকল মেনু

সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

হটনিউজ ডেস্ক:

সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পাশের খাদে গিয়ে পড়ে।

শনিবার (৩ সেপ্টম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চারখাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী। অন্য আরেকজন পুরুষ নিহত হয়েছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top