সকল মেনু

সাদামাটি উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

 Manabbandan Durgapur দুর্গাপুর(নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবি সংগঠন,সুশীল সমাজ ও সকল এনজিও কর্তৃক গঠিত এডভোকেসী বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা চত্বরে অপরিকল্পিতভাবে সাদামাটি উত্তোলন এর ফলে কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসনের দাবীতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয় সোমবার। উক্ত মানববন্ধন কর্মসূচীতে আলোচনা করেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,সুজন সভাপতি অজয় সাহা,এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পংকজ মারাক,সাধারন সমাপাদক আহসান হাবিব,আদিবাসী নেতা মতিলাল হাজং,স্বপন হাজং প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যাবসায়ী ও খনিজ কোম্পানীর যোগসাজসে অপরিকল্পিতভাবে সাদামাটি উত্তোলন এর ফলে প্রাকৃতিকভাবে বহমান ছরা-নালা বন্ধ করে জলাবদ্ধতার সৃষ্টি করেছে।যার প্রেক্ষিতে ৫০টি প্রান্তিক চাষী পরিবারের ৪০ একর আবাদী ফসলি জমি কাঙ্খিত আমন চাষ করতে না পারার কারনে হাহাকারে দিন গুনছে। স্থানীয় সরকার,উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের কাছে বার বার অবহিত করার পর ও তারা কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।উপরোন্ত জারডিন,মোমেনশাহী ও চায়না বাংলা সিরামিক কোম্পানীর প্রভাবশালী মহল জলাবদ্ধতা নিরসন না করে কোন প্রকার ক্ষতিপুরন না দিয়ে প্রান্তিক চাষীদের হুমকি দিয়ে যাচ্ছে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খনিজ ও জ্বালানী মন্ত্রী এবং মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top