হটনিউজ ডেস্ক:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি সড়কের তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং দুজন গুরুতরসহ ৮ জন আহত হয়েছে। মারাত্মকভাবে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই ট্রাকটি জালিয়াপাড়ার দিকে যাওয়ার সময় তৈকর্মা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকে থাকা শ্রমিকেরা এ সময় গাছ চাপা পড়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নেন। রাজু (৩৫) ও ইলিয়াসকে (৩৬) মৃত ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। রাজু মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে আর ইলিয়াসও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
প্রাথমিক চিকিৎসার পর গুরুতরভাবে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। অন্যরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে মানিকছড়ি হাসপাতালে নিহত ও আহতদের স্বজনেরা ভিড় জমান।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।