সকল মেনু

চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

হটনিউজ ডেস্ক:

চা শ্রমিকরা ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে মিটিং করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে। এ সময় তিনিই ঠিক করবেন মজুরি।

রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় রাত ৯টা থেতে দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।

শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে সোমবার (২২ আগস্ট) থেকে বাগানের কাজ চলবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে তারা কাজে ফিরবেন। মজুরি নির্ধারণ করে দেবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top