সকল মেনু

সাগরে ডুবে যাওয়া মাছ ধরার ৫ ট্রলার উদ্ধার

হটনিউজ ডেস্ক:

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন এলাকায় ট্রলার ডুবির পর পাঁচটি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ট্রলারগুলো উদ্ধার করা হয়। তবে, ট্রলারে থাকা জেলেদের খোঁজ এখনো মেলেনি। যদিও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বনবিভাগ জানিয়েছে, বৈরী আবহাওয়া এবং ঝড়বৃষ্টির কারণে গত কয়েকদিন সাগর উত্তাল ছিল। এরই মধ্যে শুক্রবার মান্দারবাড়িয়া এলাকায় এই ট্রলারগুলো ডুবে যায়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ কে এম ইকবাল হোসেন জানিয়েছেন, মান্দারবাড়িয়া এলাকায় পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় স্মার্ট টহল দল ট্রলারগুলোর সন্ধান পায়। তবে, ওই ট্রলারের জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইকবাল হোসেন আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top