হটনিউজ ডেস্ক:
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১৬টি ট্রলারডুবির ঘটনায় ১৯৬ জন জেলে নিখোঁজ ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে নিজামপুর কোস্ট গার্ড লে. শাফিউল কিঞ্জর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর ১১টি মাছধরা ট্রলার ডুবিতে ২১ জেলে নিখোঁজ রয়েছে। এ ছাড়া জেলার ৫ শতাধিক জেলেদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০টি ট্রলারের। এরই মধ্যে প্রায় ১২৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নিজামপুর কোস্ট গার্ড লে. শাফিউল কিঞ্জর জানান, এ পর্যন্ত সর্বমোট মোট ১৬টি ট্রলার নিখোঁজের সংবাদ পেয়েছি। হাতিয়া উপজেলায় তিনজনের মরদেহ ও অন্যান্য এলাকায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।