হটনিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধানশিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের শিক্ষিকা ডলি আক্তারের লাশ প্রাইভেটকার থেকে উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গীর নিমতলি ব্রিজ থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাসা নগরীর গাছা থানার বড়বাড়ি এরাকার জয়বাংলা সড়কের বগারটেকে।
গাছা থানার পরিদর্শক নন্দলাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে নিমতলী ব্রিজের পাশ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে স্কুল শেষে তারা বাসায় ফিরছিলেন। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিস্তারিত আসছে…
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।