সকল মেনু

জম্মুতে এক পরিবারের ছয় সদস্যের নিষ্প্রাণ দেহ উদ্ধার

হটনিউজ ডেস্ক:

উত্তর-পশ্চিম ভারতের জম্মুতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর তিন সন্তান এবং দুই আত্মীয়।

বাড়ির ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা সবাইকে মৃত বলে ঘোষণা করেন।

সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুর সিধরা এলাকার ঘটনা।
জম্মু পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিনা বেগম, নাসিমা আখতার, রুবিনা আখতার, জাফর সেলিম, নুর-উল হাবিব এবং সাজ্জাদ আহমেদ। নাসিমা এবং রুবিনা সাকিনার দুই মেয়ে। জাফর তাঁরই ছেলে। বাকি দুজন তাঁদের আত্মীয়।

তাদের মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে রহস্য। কিভাবে এক পরিবারের ছয়জনের একই ঘরে মৃত্যু হলো, তার উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের বড়সড় দল গিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top