হটনিউজ ডেস্ক:
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের মাটিডালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার তোজাম্মেল হকের ছেলে হাবিব (২৫) এবং কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
ওসি সেলিম রেজা জানান, হাবিব ও রকি মোটরসাইকেলযোগে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। পথিধ্যে মাটিডালী এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।