সকল মেনু

প্রাইভেট কারে পড়ল উড়াল সড়কের গার্ডার, নিমেষে শেষ ৪ প্রাণ

হটনিউজ ডেস্ক:

ঢাকার উত্তরায় নির্মাণকাজের গার্ডার ছিঁড়ে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিয়াম টাওয়ারের সামনে প্রাইভেট কারের ওপর নির্মাণকাজের ক্রেনের তার ছিঁড়ে গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানিয়েছেন, নিহতের সংখ্যা তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক ইয়াসিন গাজী। তিনি বলেন, হাসপাতালে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গাড়িতে ছয় জন ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top