হটনিউজ ডেস্ক:
খুলনায় ইজিবাইক ছিনতাইকারীদের হাতে নয়ন (১৭) নামের এক কিশোর চালক খুন হয়েছেন। নয়নের বাড়ি শহরতলির বাটিয়াঘাটা উপজেলায়।
শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশের একটি কচুরিপানার ডোবা থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্বৃত্তরা বটিয়াঘাটার ইজিবাইক চালক নয়নকে মেরে ইজিবাইক নিয়ে যাওয়ার পথে টহল পুলিশ ইজিবাইকসহ ২ জনকে আটক করেছে। শুক্রবার রাতের কোন এক সময় নয়নকে হত্যা করা হতে পার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।