সকল মেনু

ওয়াশিং মেশিনের ভেতরে ইয়াবা, কারবারি গ্রেপ্তার

হটনিউজ ডেস্ক:

রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে আনা ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২৮ হাজার ২৭৫ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে ইয়াবার এই চালানসহ রুহুল আমিন ওরফে সাজ্জাদ (২৮) নামের এক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, কক্সবাজার থেকে কুরিয়ারে পার্সেলের মাধ্যমে মাদকের একটি বড় চালান ঢাকায় আসছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধের প্রধান সড়কে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে এক ব্যক্তি ভ্যানে করে কুরিয়ার পার্সেল হিসেবে আনা একটি ওয়াশিং মেশিন নিয়ে যাচ্ছিলেন।

র‌্যাবের সন্দেহ হলে ওয়াশিং মেশিনের ভেতরে তল্লাশি করে ২৮ হাজার ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সাজ্জাদ চট্টগ্রামের আব্দুল সবুরের ছেলে। তিনি কক্সবাজার ও টেকনাফ থেকে রাজধানীতে মাদক নিয়ে আসার ক্ষেত্রে নিত্যনতুন পন্থা অবলম্বন করে আসছিলেন। তিনি সংঘবদ্ধ চক্রের ডিলার হিসেবে কাজ করেন। ইয়াবার চালানটি রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করার কথা ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top