সকল মেনু

পরিবারের চারজনকে কুপিয়ে খুন করলেন গৃহবধূ

হটনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে পরিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূর বিরুদ্ধে চারজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, হাওড়া থানা এলাকার এমসি ঘোষ লেনের বাসিন্দা ওই মহিলা তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্মকর্তারা। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে তার পরিবারের চার জনকে কুপিয়ে খুন করেন। কী কারণে এমন নৃশংস-কাণ্ড ঘটালেন তিনি, তা স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিরোধে এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত নারী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top