হটনিউজ ডেস্ক:
বেশি বেতনের লোভে দুই বোনকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। তাদের ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ২০২১ সালের ৪ মে ভারতে পাচার করে। পরে তাদের সেখানকার পতিতালয়ে নিয়ে যাওয়া হয়। এসময় দুই বোনকে যৌন নির্যাতন করা হয়। কৌশলে তারা দুইজন যৌনপল্লী থেকে পালিয়ে আসেন। দুই বোনই পরে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন।
এ ঘটনায় স্বামী তার স্ত্রী ও শ্যালিকাকে দালালের কাছে তুলে দেয়।
বুধবার (১০ আগস্ট) মালিবাগে সিআইডি কার্যালয়ে এমন লোমহর্ষক কাহিনী শুনান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
তিনি বলেন এ ঘটনায় নারী পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি নারীদের সীমান্ত দিয়ে ভারতে পাচার করে যৌনপল্লীতে নিয়ে যেতো।
গ্রেপ্তার করা আসামী হলেন- রানা আহমেদ, নাইমুর রহমান ওরফে শামীম ওরফে সাগর, মো. সাহাবুদ্দীন এবং মো. সুজন মিয়া।
অভিযোগ দেওয়া দুই বোন এ বছরের ২২ মার্চ বাংলাদেশে ফেরত আসেন।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, দালালদের একজন আছেন, যিনি ভারতে পাচার করার জন্যই ওই নারীদের একজনকে বিয়ে করেন। নতুন যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।