সকল মেনু

দুই দিনব্যাপি রজত জয়ন্তী উৎসব

Liton bogra pic (3) ---28-9-13 বগুড়া অফিস, ২৮-৯-২০১৩ :  কবি আড্ডা, জন্মদিন পালন, বিহার এবং বৃটিশবিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকীর বসতভিটা পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপি রজত জয়ন্তী উৎসব। আজ শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি লেখকদের অংশগ্রহণে ভাসুবিহার পরিণত হয় কবি লেখকদের মিলনমেলায়। কবিদের দেখতে আশপাশ গ্রাম থেকে শিশুরা স্কুল ছুটি নিয়ে ভাসুবিহারে আসে এবং কবিদের সাথে আড্ডায় মিলিত হয়। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে কবিআড্ডা, কবিতা, কৌতুক, গানে অংশ গ্রহণ করেন কবি মাকিদ হায়দার, সাপ্তাহিক তৃণমূল বার্তার সম্পাদক তৌহিদুর রহমান মানিক, কবি সুজন হাজারী, কথা সাহিত্যিক রফিকুর রশীদ, কবি আমিনুল ইসলাম, কথা সাহিত্যিক সাজাহান সাকিদার, সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, প্রদীপ মোহন্ত, জামিল আহমেদ পরাগ, আব্দুর রউফ রুবেল, জে এম রউফ, কবি আদিত্য অন্তর, কবি হাবীবুল্লাহ্ জুয়েল, কবি শাহানা সিরাজী, কবি নাজমুল হাসান, কবি সানাউল্লাহ সাগর, কবি ঈশান সামী, কবি এহসান হাবীব, কবি মিজানুর রহমান বেলাল, কবি রবু শেঠ, কবি এমরান হাসান, কবি বাউল ঋতু, কবি মোবারক হোসেন, কবি আমিনুর ইসলাম রঞ্জু, কবি রঞ্জু ইসলাম, কবি কামরুন্নাহার কুহেলী, কবি সুরভিত বেলী, প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। ভাসুবিহারে কবি মাকিদ হায়দার তার জন্মদিনে কবি এবং সাংবাদিকদের সাথে নিয়ে কেক কাটেন। ভাসুবিহার পরিদর্শন শেষে শাহিন মাহমুদ ভান্ডারীর একটি সফল খামার, বিহার ধাপ, বৃটিশবিরোধী আন্দোলনের প্রথম বাঙালি প্রফুল্ল চাকীর বসতভিটা পরিদর্শন করেন এবং নাগর নদীর তীরে বসে কবিতা পাঠ করেন। এর আগে শুক্রবার রাতে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে রজত জয়ন্তী উৎসব উপলক্ষে ৬ জনকে স্বীকৃতি পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন-কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে রফিকুর রশীদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সরকার আজিজ, প্রকাশনায় ইত্যাদি গ্রন্থপ্রকাশ, সাংবাদিকতায় প্রদীপ ভট্টাচার্য্য শংকর এবং স¦-সংগঠনে জি এম সজল। স্বীকৃতি পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। এর আগে কথা সাহিত্যিক রফিকুর রশীদকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি তার জন্মদিনের কেক কাটেন।

এর আগে গত শুক্রবার দুই দিনব্যাপি রজতজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন কবি মাকিদ হায়দার ও কবি আমিনুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top