সকল মেনু

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, সালথা উপজেলা চেয়ারম্যান কারাগারে

হটনিউজ ডেস্ক:

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগের মামলায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ৬নং ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে ১০ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত রবিবার রাতে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনার পর সালথা উপজেলা চেয়ারম্যানসহ আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top