সকল মেনু

৬ ঘণ্টা পর সিলেটে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

হটনিউজ ডেস্ক:

সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রায় ৬ ঘণ্টা পর পরীক্ষামূলক আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সোয়া ১২টার দিকে সিলেট নগরীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে সেচ দিয়ে পানি সরিয়ে সিলেট নগরীর এসব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মূলত সিলেটে যেসব স্থান এখনো প্লাবিত হয়নি সেসব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে। তবে বন্যা কবলিত সুনামগঞ্জ জেলা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান, পানি সেচে আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুমারগাঁও উপকেন্দ্রটি ফের চালু করা হয়েছে। পানি উঠে যাওয়ায় উপকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আমরা চেষ্টা করে, পানি সেচে সিলেট মহানগরীর কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top