সকল মেনু

মিলল ঢলে নিখোঁজ দুই মরদেহ

হটনিউজ ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার পৃথক স্থান থেকে ওই দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, শুক্রবার বিকালে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বন্যার পানিতে পড়ে ভেসে যান।

পরে তাঁকে খোঁজাখুঁজি করেও পায়নি। আজ শনিবার সকালে ওই এলাকায় পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
অন্যদিকে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকালে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে শনিবার বাগেরভিটা এলাকার বিলের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে তাঁর আত্মীয়-স্বজনরা উদ্ধার করে।

শুক্রবার রাত থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ‘

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top