সকল মেনু

শাহ আমানতে যাত্রীর কাছে মিলল ৩৪টি স্বর্ণের বার

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব-আমিরাত থেকে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দল। আজ বুধবার সকালে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন সাইফুল ইসলাম। তার কাছ থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সুলতান আহমদ বলেন, আমাদের কেন্দ্রীয় অফিসের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ার সাইফুল ইসলাম নামের ওই যাত্রীর ফ্লাইট নম্বর, পাসপোর্ট নম্বর ও ছবি দেওয়া হয়েছিল।

ফ্লাইট সকাল সাড়ে ৭টায় অবতরণের পরই আমরা তার সিটের কাছে গিয়ে আটক করি। এরপর শরীর তল্লাশি করলে কালো স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরব থেকে আসা শফি আলম নামের এক যাত্রীর লাগেজে থাকা আয়ন মেশিন ও চার্জ লাইটের মধ্য থেকে আড়াই কোটি টাকার ২৮টি স্বর্ণবার উদ্ধার করেছিল কাস্টমস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top