সকল মেনু

‘পদ্মা সেতু’ নামকরণ করে গেজেট প্রকাশ

হটনিউজ ডেস্ক:

পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম পদ্মা সেতু চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২৯ মে) সেতু বিভাগ গেজেট জারি করে।

এতে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বাস্তবায়ানাধীন ‘পদ্মা বহুমূখী সেতু নির্মাণ’ এর আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করল।

৬ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শেষ। আগামী ২৫ জুন পদ্মা সেতু সবার জন্য খুলে দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top