সকল মেনু

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবে ৭৫ অভিবাসী নিখোঁজ

হটনিউজ ডেস্ক:

অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে গেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এছাড়া ৭৫ জন নিখোঁজ রয়েছেন। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৭৫ জনের সন্ধান করছে উপকূল রক্ষী বাহিনী।

আইওএম জানায়, লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা করা নৌকাটি তিউনিসিয়ার স্ফ্যাক্স উপকূলে এসে ডুবে যায়। সে সময় নৌকাটি থেকে উদ্ধার করা হয় ২৪ জনকে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২১ সালে এক লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে যান ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top