সকল মেনু

‘ঘুষের টাকাসহ’ কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা আটক

হটনিউজ ডেস্ক:

দিনাজপুরে ‘ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুদক। আজ বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়েছে।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চিরিরবন্দর উপজেলার আম্বারি এলাকার অটো রাইস মিল ঈষাণ অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাশেদুজ্জামান রাসেল আজ ওই টাকা নিয়ে মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে এসেছিলেন।

ওই ঘুষের টাকাসহ বিকেল সাড়ে ৪টার দিকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top