সকল মেনু

পুঁজিবাজারে বিনিয়োগকারীর স্বার্থরক্ষায় সজাগ দৃষ্টি রাখার নির্দেশ

হটনিউজ ডেস্ক:

দেশের পুঁজিবাজারে ছোট-বড় কোনো বিনিয়োগকারীর স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন বজায় রাখা ও বিনিয়োগের উত্তম পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে রবিবার (২২ মে) সভা করেন অর্থমন্ত্রী। এসময় তিনি এ বিষয়ক সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top