সকল মেনু

আইন মেনেই হাজী সেলিম বিদেশ গেছেন, ফিরেও এসেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

সংসদ সদস্য হাজী সেলিম আইন মেনেই বিদেশে গেছেন এবং ফিরেও এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘তিনি (হাজী সেলিম) খুব জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন। নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন।’
তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া, তিনি (হাজী সেলিম) আইন মেনেই গেছেন। আইন মেনেই তিনি ফেরত এসেছেন। আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি বস্তবায়ন হওয়ার আগেই তিনি গেছেন আবার চলে এসেছেন।’

ঈদের পরে বিএনপি কঠোর আন্দোলনের যে হুঁশিয়ারি দিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি রাজনৈতিক দল। নানান ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছে, সবগুলোই জনস্বার্থের বিরুদ্ধে দিচ্ছে, জনগণ তাদের পত্যাখ্যান করেছে। যেটা বলতে চাই, দল হিসেবে অনেকেই অনেক কথা বলে থাকে। কিন্তু সেটা যদি বাস্তবসম্মত না হয়, জনগণ যদি গ্রহণ না করে তাহলে আন্দোলন বলুন আর যাই বলুন এগুলো সফল হয় না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top