সকল মেনু

ফ্লাইটের ময়লার পলিথিনে মিলল ৮ কেজি সোনা

হটনিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ময়লার পলিথিনের মধ্যে থাকা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার শারজাহ থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, শারজা থেকে ইউএস বাংলার বিমানটি চট্টগ্রাম হয়ে দুপুর ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের এক পর্যায়ে বিমানটির ভেতরে থাকা ময়লার টিস্যু ফেলার ঝুড়ির মধ্যে থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০ পিস সোনারবার উদ্ধার করা যায়।
সানোয়ারুল কবীর আরও জানান, যারা এই সোনার বারগুলো এনেছিল তারা কাস্টমের উপস্থিতি টের পেয়ে সোনাগুলো হয়তো ফেলে রেখে চলে গিয়েছে। আটক হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আটক সোনার বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top