সকল মেনু

হেলমেটধারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : ডিবি

হটনিউজ ডেস্ক:

সম্প্রতি রাজধানীতে ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব আলম এ কথা জানান।

মাহবুব আলম বলেন, ‘ঢাকা কলেজ ও নিউ মার্কেটের সংঘর্ষের সময় যারা যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তারা সবাই সন্ত্রাসী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারে ডিবির (গোয়েন্দা বিভাগ) একাধিক দল অভিযান চালাচ্ছে।’

সংঘর্ষের সময় হেলমেটধারী যাদের ডিবি চিহ্নিত করেছে, তাদের মধ্যে ছাত্রলীগের কেউ ছিল কি না, জানতে চাইলে মাহবুব আলম বলেন, ‘সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই৷’

মাহবুব আলম বলেন, ‘নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় দুজন তরুণ নিহত নয়। এ ঘটনায় দুটি মামলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। একটি নাহিদ হত্যায় এবং অপর মামলাটি হয়েছে মোরসালিন হত্যার ঘটনায়।

মাহবুব আলম আরও বলেন, ‘নাহিদ হত্যাকাণ্ডের যে ফুটেজ রয়েছে, সে ফুটেজের চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিতকরণের কাজটি অনেক দূর এগিয়েছে। ঢাকা কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে অথবা আত্মগোপনে আছে। তবে, ডিবির একাধিক টিম তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। শিগগির এ বিষয়ে ভালো ফল জানানো হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top