সকল মেনু

যে ঘোষণা দিলেন কিম জং উন

হটনিউজ ডেস্ক:

পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রকল্প অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। গতকাল সোমবার রাতে এক সামরিক প্যারেডে কিম এই ঘোষণা দেন।

সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের এই প্যারেডে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বেশ কিছু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) প্রদর্শন করা হয়।

২০১৭ সালের পর এবারের মার্চ মাসেই প্রথমবারের মতো আইসিবিএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
এসময় কিম বলেন, ‘আমাদের দেশের পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়াতে, নিজেদের আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে।’

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top