সকল মেনু

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ১৫৪

হটনিউজ ডেস্ক :

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতেউও রাজ্যের বিভিন্ন গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৪ জন হয়েছে। আরও হামলার আশঙ্কায় প্রায় ৪ হাজার ৮০০ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছেন। গত রবিবার মোটরসাইকেলে একদল বন্দুকধারী গ্রামের মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়েছে, একদল বন্দুকধারী মোটরসাইকেলে গ্রামগুলোতে যায়। মানুষকে লক্ষ্য করে নির্বিচার গুলি করতে থাকে। তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বাড়িঘর ও দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর যারা পালানোর বা অন্যত্র লুকানোর চেষ্টা করছিল, তাদের গুলি করে বন্দুকধারীরা। ওই হামলার পর কয়েক দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top