সকল মেনু

জবাই করে নারীর স্বর্ণালংকার নিয়ে পালাতে গিয়ে আটক ২

হটনিউজ ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে উম্মে কুলসুম বিবি (৫৮) নামের এক নারী খুন হয়েছেন। গতকাল শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুড়া গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

সুনসান নীরব বাড়ির ভেতরে ওই নারীর রক্তাত্ত মরদেহ পাওয়া যায়।

আটক হওয়া দুই ছিনতাইকারী স্বীকার করেন স্বর্ণঅলংকার লুট করতে তারা ওই নারীকে জবাই করে হত্যা করে। নিহত উম্মে কুলসুম একই ইউনিয়নের সানুড়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।
আটক দুই ছিনতাইকারী হলেন, ফুলপুর উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের আকবর আলীর ছেলে রুবেল মিয়া(২৭)। অপর ছিনতাইকারী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বেলতলী গ্রামের জাকির হোসেনের ছেলে দ্বীন ইসলাম (১৮)।

তারাকান্দা থানা পুলিশ জানিান, এরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। জানা যায়, এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে। স্থানীয়রা দুই ছিনতাইকারীর কঠোর বিচার দাবি করে মিছিল বের করেন। ঘটনাস্থলে রয়েছে র‌্যাব, পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা।

তারাকান্দা থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার এ নারী ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি তাঁর মেয়ের বাসায় বেড়াতে যান। গতকাল শনিবার সকালে তারাকান্দা নিজ বাড়ীতে আসেন। বিকাল ২টার দিকে বাড়ীতে হঠাৎ নারীর চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তখন দৌড়ে পালাতে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেন স্থানীয়রা।

জানা যায়, মহিলার স্বামী আজীম উদ্দিন দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী রামপুর ইউনিয়নের আটাদর গ্রামে থাকেন। নিহত উম্মে কুলসুমের এক ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঘটনার সময় ছেলে জজ মিয়া বাড়ীতে ছিলেন না।

তারাকান্দা থানা পুলিশ জানান, দুই ছিনতাইকারী এ বাড়ীতে মাঝে মাঝে আসা যাওয়া করতেন। নিহত নারীর সন্তান জজ মিয়ার সঙ্গে ওই দুই ব্যাক্তির সুসম্পর্ক ছিল। গত দুই দিন ধরে এ বাড়ীতে ছিলেন দুই ছিনতাইকারী। তবে ছেলে জজ মিয়া জড়িত কিনা এ বিষয়েও তদন্ত চলছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ তারাকান্দা থানায় রয়েছে। লাশের ময়না তদন্ত করতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top