সকল মেনু

সুন্দরবনে মৌয়ালের ঘাড় মটকে টেনেহিঁচড়ে নিয়ে গেল বাঘ

হটনিউজ ডেস্ক:

সুন্দরবনে মৌচাক থেকে মধু আহরণের সময় এক মৌয়ালের ঘাড় কামড়ে ধরে টেনেহিঁচড়ে নিয়ে গেছে একটি বাঘ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই মৌয়ালের নাম সোলায়মান শেখ (৪৫)।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ (৪৫) তার সঙ্গীদের নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা খালের বন এলাকায় মৌচাক থেকে মধু কাটছিলেন। পাশেই ভাসমান ছিল তাদের নৌকা। কোনোকিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে একটি বাঘ সোলায়মান শেখের ওপর হামলা চালিয়ে তার ঘাড় মটকে ধরে বিদ্যুৎবেগে লাফ দিয়ে টানতে টানতে চলে যায় জঙ্গলের গহীনে। হতবিহ্বল সঙ্গীরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা বাঘটির পেছনে ছুটতে গিয়েও ব্যর্থ হন।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. নূর আলম জানান, খবর পেয়ে বনবিভাগের লোকজন তার লাশ উদ্ধারে বন এলাকা চষে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। গত ২০ মার্চ পাস নিয়ে সোলায়মানসহ পাঁচ জন মধু ভাঙতে সুন্দরবনে প্রবেশ করেন।

নিহত সোলায়মানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের গোদাড়া গ্রামে।

মরদেহটি উদ্ধার করতে পারলে আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা মো. নূর আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top