সকল মেনু

রাজধানী কিয়েভ ছেড়েছেন জেলেনস্কি, দাবি রাশিয়ার

হটনিউজ ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভ ছেড়ে দেশটির লিভ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দাবি রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিনের। এ দাবি করে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার এই স্পিকার স্থানীয় সময় শনিবার বলেন, ‌‌‘জেলেনস্কি গতকাল (শুক্রবার) ইউক্রেনের রাজধানী ত্যাগ করেন।’

খবর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুতনিক নিউজের। খবরে বলা হয়েছে, ইউক্রেনের পার্লামেন্ট রাদার সদস্যদের বরাত দিয়ে স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন বলেন, তিনি (জেলেনস্কি) সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ভিডিও প্রকাশ করছেন, তা আরও আগে ধারণ করা।

এর আগে বিবিসির খবরে বলা হয়, শুক্রবার থেকে গুঞ্জন শুরু হয়, জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে শনিবার টুইটারে এক ভিডিওতে এমন গুঞ্জন উড়িয়ে দেন জেলেনস্কি। টুইটারে পোস্ট করা তার এক ভিডিওতে দেখা যায়, কিয়েভের রাস্তায় সাদামাটা পোশাকে হাঁটছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top