সকল মেনু

অষ্টম চালান : মেট্রো রেলের ৮ কোচ ৪ ইঞ্জিন মোংলায়

হটনিউজ ডেস্ক:

মেট্রো রেলের আরো ৮টি কোচ/বগি ও ৪টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি হরিজন-৯। গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে অষ্টম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসে আজ সোমবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, সোমবারের অষ্টম চালানের মধ্যে রয়েছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ মেট্রিক টন ওজনের মেশিনারি সরঞ্জামাদি।

তিনি আরো বলেন, সোমবার দুপুর থেকেই মালামাল খালাস শুরু হয়েছে।

এরপর নদীপথে এসব নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রো রেলের ৪৮টি কোচ/বগি ও ২৪টি ইঞ্জিন এসেছে। এর আগে ৭টি চালানো ৪০টি কোচ/বগি ও ২০টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ/বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রো রেলের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top