সকল মেনু

নোয়াখালীতে আয়কর মেলায় সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী আয়করদাতার সম্মাননা ক্রেষ্ট প্রদান

noakhali news (1)pic1 কামাল হোসেন মাসুদ,নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীতে আয়কর অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে নোয়াখালী পৌর হলে বুধবার দুই দিন ব্যাপি আয়কর মেলা ২০১৩ অনুষ্ঠিত হয়। ‘আয়কর প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে সাধারণ মানুষ যাতে সহজে কর প্রদান করতে পারে সে লক্ষে এই আয়কর মেলা। এ সময় সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী পাঁচ করদাতার মাঝে সম্মাননা প্রদান করা হয়। আয়কর মেলার অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। আয়কর মেলায় নোয়াখালী জেলা কর কমিশনার ইদ্রীস আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি এডভোকেট দেওয়ান সুলতান আহমেদ, নোয়াখালী ট্যাক্সেস বারের সভাপতি মোহাম্মদ হামিদুল্যাহ, সাধারণ সম্পাদক রতন লাল সাহা, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. হানিফ, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। আয়কর মেলায় অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কর কমিশনার বাপন চন্দ্র দাস। প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এম.পি বলেন, সারা দেশে সেরা ২০ ব্যক্তি করদাতাদের মধ্যে তিনি নিজেও একজন। দেশের উন্নয়নে করদাতাদের অবদান অপরিসীম। তাই সকল বিত্তবান ব্যক্তি এবং সর্বস্তরের মানুষকে নিজিদের আয়ের ওপর কর প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। পরে দুইজন দীর্ঘ মেয়াদী করদাতা এডভোকেট দেওয়ান সুলতান আহমেদ ও আবদুল আওয়াল এবং সর্বোচ্চ তিনজন করদাতা শিবলু সাহা, মিলন কান্তি সাহা ও মো. জহির উদ্দিন হারুনের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে মনজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্প কলা একাডেমীর শিল্পিবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top