সকল মেনু

সিলেটকে বিদায় করে প্লে-অফে বরিশাল

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল। তবে বরিশালের কাছে ১২ রানে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সিলেট সানরাইজার্স।

নয় ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্টে নিয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখলো সাকিব-গেইলরা। সিলেট ৮ ম্যাচে পেয়েছে মাত্র ১টি জয়। ৩ পয়েন্ট নিয়ে দলটা টেবিলের নিচেই পড়ে থাকল।

ঘরের মাঠে বরিশালের দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিচ্ছিলেন সিলেটের ওপেনার কলিন ইনগ্রাম। আরেক ওপেনার এনামুল হক মাত্র ৭ রান করে বিদায় নেয়ার পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৭৪ (৩৮) রানের জুটি বাঁধেন ইনগ্রাম।

মিঠুন ১৯ (১৪) রান করে ফিরলেও ইনগ্রাম রান তোলেন দ্রুত। অধিনায়ক রবি বোপারা ৯ রান করে ফেরার পর ১৬টি চার ও ১টি ছয়ে ৯০ (৪৯) রান করা ইনগ্রামকে ফিরিয়ে বরিশালকে স্বস্তি দেন নাজমুল হোসেন।

এরপর মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু স্রেফ হারের ব্যবধানড়টাই কমান। সিলেটের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৭ রানে। মোসাদ্দেক করেন ৩৪ (২১) ও বাবু করেন ১২ (১২) রান।

বরিশালের পক্ষে ২টি করে উইকেট নেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন ও ডোয়াইন ব্রাভো।

এর আগে সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে তোলে ১৯৯ রান। শুরুতে মুনিম শাহারিয়ারের ২৮ বলে ৫১ রানের ইনিংস। এরপর সাকিবের ৩৮ (১৯), ক্রিস গেইলের ৫১ (৪৫) আর শেষ দিকে ব্রাভোর ১৩ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস।

সিলেটের পক্ষে ১টি উইকেট করে নেন সোহাগ গাজী, একেএস স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top