সকল মেনু

ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, সাদুল্যাপুরের মেম্বার প্রার্থী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি:

ক্যাপ্টেন পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (৩০) নামে এক প্রতারককে আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের ইউপি সদস্য মেম্বার প্রার্থী।

জেলা পুলিশের আয়োজনে প্রেস কনফারেন্সে জানা যায় – গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভাগদরিয়া ইউপি ফুলবাড়ির মৃত নুরুল হোসেন প্রধানের পুত্র নজরুল ইসলাম প্রধানের মেয়ে জর্ডান প্রবাসী উন্মে জাহানের সাথে ক্যাপ্টেন সাগর চৌধুরী নামে ফেসবুক মেসেন্জারে পরিচয় হয়। এরপর ইমো ও ফেসবুক মেসেঞ্জারে সাগর চৌধুরী ক্যাপ্টেন পরিচয়ে কথা বার্তা বলে।

এক পর্যায়ে উন্মে জাহানের ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ভূয়া নিয়োগপত্র প্রদান করে।

এরপর নজরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী ও ডিবির একটি টিম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিবি পুলিশের অভিযানে সকালে ভূয়া ক্যাপ্টেন সাগর চৌধুরী সনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়।

ভূয়া সাগর চৌধুরীর সঠিক নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের সিলিংফ্যান মার্কার প্রার্থী মেম্বর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে ২০ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। মামলা নং ৩৩।

প্রেস কনফারেন্সে বক্তব্য ও সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু খায়ের, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নুর আলম সিদ্দিক, পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী, এসআই নওশাদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top