সকল মেনু

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হটনিউজ ডেস্ক:

নওগাঁর সাপাহার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোড়াই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৮-১০ জন ব্যবসায়ী। শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ পিলারে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ তাদের লক্ষ্য করে গুলি চালান পান্নাপুর ৬৯ বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দীন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

১৬ বিজিবি সাপাহার হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটা তারের প্রাচীর ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top