সকল মেনু

বান্দরবানে ‘আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গা’ আটক

হটনিউজ ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করছে র‍্যাব।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে ওই রোহিঙ্গাদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের আটক করা হয়। একই সঙ্গে মাটির নিচ থেকে আটটি অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি র‍্যাবের।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলছেন, সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার রোহিঙ্গা আটকসহ মাটিতে পুতে রাখা দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top