সকল মেনু

করোনা সংক্রমণ বাড়লেও ক্লাস বন্ধ করার মতো পরিস্থিত হয়নি: শিক্ষামন্ত্রী

হটনিউজ ডেস্ক:

করোনা সংক্রমণ বাড়লেও ক্লাস বন্ধ করার মতো পরিস্থিত হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১ অনুষ্ঠানে একথা বলে তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য বছরে মার্চ মাসে দেশে করোনা পরিস্থিতি বাড়ে। তাই এবছরেও সে পর্যন্ত দেখে পুরোদমে শ্রেণিপাঠ চালু হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এখনো আশংকাজনক কিছু ঘটেনি দেশে। তবে করোনা সংক্রমণ বাড়ছে বলে সকলকে সাবধান থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, দুই বছরের ঘাটতি একশিক্ষা বর্ষেই পোষানো সম্ভব নয়। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সকল বিষয় মন্ত্রণালয় পর্যবেক্ষণে রেখেছে তাই যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে ক্লাস কমানো বা বন্ধ করে দিতে পারেও বলে জানান শিক্ষামন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top