সকল মেনু

সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা, হতাশার ড্রয়ে বছর শেষ

হটনিউজ ডেস্ক:

বছরটা খুব একটা ভালো যায়নি বার্সেলোনার। মাঠেও কাল রাতে বছরের শেষ ম্যাচটা সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হয়।

শুরুর ১৫ মিনিটে ছোট-বড় মিলিয়ে কম করে হলেও তিনটি গোলের সুযোগ এসেছিল দলটির সামনে, তবে দুইবার নিজেদের ভুলে, আর একবার প্রতিপক্ষ গোলরক্ষক ইয়াশিন বনোর কৃতিত্বে গোল পাওয়া হয়নি তাদের।

ইভান রাকিতিচের কর্নার থেকে ৩২ মিনিটে পাপু গোমেজের গোলে এগিয়ে যায় সেভিয়া। প্রথমার্ধের শেষ মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় বার্সা। উসমান দেম্বেলের সেটপিস থেকে গোল করেন উরুগুয়ে ডিফেন্ডার রোনাল্ড আরাউজো।

৬৪ মিনিটে হঠাৎই মেজাজ হারিয়ে লাল কার্ড পান সেভিয়া ডিফেন্ডার ইউলেস কুন্দে। ম্যাচের বাকি সময় ১০জন নিয়ে খেলা সেভিয়ার জালে আর গোল করতে পারেনি বার্সা।

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে জাভির দল খাকলো সপ্তম অবস্থানে। সেভিয়ার জন্যও ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল। দুইয়ে থাকা সেভিয়ার সংগ্রহ সমান ম্যাচে ৩৮ পয়েন্ট।নতুন বছরের প্রথম ম্যাচে বার্সেলোনা খেলবে মায়োর্কার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে জাভির দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top