সকল মেনু

মদ্যপানে তুরস্কে অন্তত ২৫ জনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

বিষাক্ত মদ্যপানে তুরস্কে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে চলতি সপ্তাহে মদ্যাপানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। যার মধ্যে দেশটির পর্যটন নগরী হিসাবে পরিচিত ইস্তাম্বুলেই মারা গেছে ৭ জন।

জানা গেছে তুরস্কে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। দেশটির সুপার মার্কেটে এক লিটার ‘রাকি’ ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিরা বা সাড়ে ১৬ ডলার।

দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মদপানে নিরুৎসাহিত করেন। এ ছাড়া দেশটিতে মদের ওপর শুল্ক আরোপের পরিমাণ বেড়ে যাওয়ায় ভেজাল মদ উৎপাদন বেড়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় জানায়, ২৫ জনের মৃত্যুর ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top