সকল মেনু

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

হটনিউজ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার এই ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় মোট ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) আজ সন্ধ্যা ৭টা থেকে এই ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা গত ২৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। এছাড়া মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৪ নভেম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top